ব্যায়াম বা ডায়েট করে মুখের মেদ ঝরাতে পারেন, আর খুব সহজে মাত্র ২ মিনিটের মেকআপ ম্যাজিকেও ঢেকে দিতে পারেন মুখের মেদ। কীভাবে সম্ভব? জেনে নিন।
• ত্বকের রঙের সঙ্গে মানিয়ে ফাউন্ডেশন ব্যবহার করুন।
• ব্রণের বা চোখের কোলের কালো দাগ থাকলে কনসিলার লাগিয়ে নিন।
• এবার কনটুরিংয়ে গালের মেদ সরান। কানের পাশ থেকে শুরু করে গালের মাঝ বরাবর।
• নাকের ওপরে দু’পাশে, হেয়ারলাইন বরাবর লাইন টানুন।
• ত্বকের রঙের চেয়ে দু’শেড গাঢ় কনটুর ব্যবহার করুন।
• ব্রাশ দিয়ে উপরের দিকে টেনে মিশিয়ে দিন।
• এতে গাল ভাঙা দেখাবে, নাক সরু মনে হবে।
• ডাবল চিন দূর করতে মুখের নীচের দিকে কনটুর লাইন টেনে ব্রাশ দিয়ে মিশিয়ে নিন।
• চোখের সাজে স্মোকি আইজ করতে পারেন। এতে চোখ বড় দেখাবে এবং মুখও ছোট মনে হবে।
• এবার চুলগুলো স্ট্রেট করে নিলেই দেখবেন, মুখের মেদ গায়েব।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসআইএস