ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ফলের ঝুড়িতে ড্রাগন!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ফলের ঝুড়িতে ড্রাগন! ড্রাগন ফল

সুপার শপে সাজিয়ে রাখা ফলটি কখনো নিশ্চয় নজর কেড়েছে? ক্যাকটাস জাতীয় এই ড্রাগন ফল সুমেরু এলাকায় প্রচুর পরিমাণে চাষ হয়। কিছুদিন হলো বাংলাদেশের কিছু জায়গায় এর চাষ শুরু হয়েছে। ড্রাগনের গুণ সম্পর্কে জানলে, এখন থেকে ফলের ঝুড়িতে এটিও থাকবে নিশ্চিত।

কারণ এই ড্রাগন ফলকে সব রোগের দাওয়াই বলা হয়। জেনে নিন কেন:  


•    এই ফলে রয়েছে পাইটোঅ্যালবুমিন, যা মানবদেহের রোগ প্রতিরোধ করে

•    ম্যাঙ্গানিজ ও ভিটামিনের বড় উৎসও এই ড্রাগন ফল 

•    মিষ্টি স্বাদের হলেও এই ফল রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে 

•    নিয়ন্ত্রণ করে রক্তচাপও ও হার্টের রোগও 

•    কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য নিয়মিত খেতে পারেন 

•    ত্বকের এবং চোখের জটিল রোগ সারাতেও কাজে দেয় ড্রাগন ফল


•    অ্যান্টিফাংগাল, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ড্রাগনের চাহিদা বিশ্বজুড়ে।

 

বুঝতেই পারছেন, ফলটি কিনতে হবে এখন থেকে, আর দাম পড়বে কেজি প্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা।  


বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।