এই সময়ের আবহাওয়ায় চুলের স্বাস্থ্য এবং কোয়ালিটি বজায় রাখা নিয়ে বেশিরভাগ মানুষই সমস্যায় পড়েন৷ এর থেকে বাঁচার সহজ উপায় কী? জেনে নিন বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব চুলের যত্নের বিষয়ে যা বলেন:
• শ্যাম্পু করার দশ মিনিট আগে মাথায় তেল লাগানো উচিত
• সেই তেল হবে অবশ্যই সরিষার তেল
• বাইরে গেলে, ধুলা বা রোদ থেকে ফিরে প্রতিদিন শ্যাম্পু করাটা বাধ্যতামূলক
• নিয়মিত চুল কাটার বিষয়েও গুরুত্ব দেন জাভেদ হাবিব
• তিনি বলেন, ভালো হেয়ার কাটিং একজন মানুষের পুরো পার্সোন্যালিটি বদলে দিতে পারে
• কারণ চুল কাটার পর একজনের ‘লুকস’ আরও বেশি ফ্রেশ লাগে।
• ঘরের যত্নে সপ্তাহে একটি ডিম আর একটি লেবুর রসই যথেষ্ট চুলের ঝলমলে সিল্কি রাখতে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসআইএস