ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পুরোনো সম্পর্কে নতুনের মতো অনুভব 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
পুরোনো সম্পর্কে নতুনের মতো অনুভব  পুরোনো সম্পর্কে নতুনের মতো অনুভব 

বিয়ের ৭ বছর পেরিয়ে এসেও কান্তা-সৌরভ এখনো যেন হানিমুন কাপল। তাদের দেখা যায় হাত ধরে হাঁটতে, একজনের মুখের কথায় নয়, চোখের ভাষাই বুঝে নেয় অন্যজন। 

তাদের এই ভাব-ভালোবাসা দেখে অনেকেই ভাবেন, এই অস্থির সময়ে যখন বিয়ের পর বছর না ঘুরতেই সম্পর্ক ফিকে হতে থাকে, সেখানে এদের এমন মধুর সম্পর্কের পেছনের কারণ কী! রহস্য তো কিছু থাকেই সুসম্পর্ক ধরে রাখতে, আসুন জানার চেষ্টা করি:   

আকর্ষণ
প্রেম বা বিয়ে করার কিছু দিন পর সম্পর্ক অনেক সময় একঘেয়ে লাগে। রুটিন মাফিক সম্পর্ক থেকে বের হয়ে পরস্পরের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে।

এতেই  সম্পর্কের আকর্ষণটা বজায় থাকে।  

ছুটি কাটান 
কাজ থেকে, ঘর থেকে আর চেনা শহর থেকে ছুটি নিয়ে ঘুরে আসুন নিরিবিলিতে কোথাও। যাওয়ার আগে ভরা পূর্ণিমা কবে জেনে নিতে পারেন। প্রকৃতির মাঝে ভালোবাসায় বেঁচে থাকার রতন খুঁজে পাবেন।  

রোমাঞ্চ
সম্পর্ক পানসে হতে দেওয়া যাবে না। একসঙ্গে বসে সাংঘাতিক ভূতের সিনেমা দেখতে পারেন আবার খেলাও দেখতে পারেন।  

এবার রোমান্স 
নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে দেবেন না। শরীর ‍এবং মন এক থাকলেই সে সম্পর্ক হয় স্বর্গ-সমান। একটিকে বাদ দিয়ে ‍কিন্তু পূর্ণতা পায় না।  

 ভালোবাসায় বাঁচুন, ভালোবেসে ভালো থাকুন। ক্যালেন্ডারের পাতাগুলো পাল্টে যাক, সম্পর্ক থাক নতুনের মতোই।  


বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।