কিন্তু এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। কারণ ছোট চুল আপনার সাজের পথে মোটেই অন্তরায় নয় ।
শাড়ির সঙ্গে সাজের ক্ষেত্রে কয়েকটি দিক লক্ষ্য রাখলেই চুল ছোট বা বড় এটা খুব ছোট বিষয় হয়ে যাবে।
শাড়ি পরলে গাঢ় করে কাজল দিন আর লিপস্টিক লাগান ইচ্ছেমতো। এছাড়া নাকে নাকফুল ও কানের ভারী দুলও আপনার সাজকে পূর্ণতা দেবে। দেশি জামদানি বা তাঁতের শাড়ির সঙ্গে বড় টিপ পরুন, হাতে পরুন পছন্দের চুড়ি।
চুল ছেড়েও রাখতে পারেন, আবার একটা ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন।
চুল ছোট করে ছেঁটে ফেললেও কিন্তু তার যত্ন নিতে হবে। নিয়মিত অয়েল ম্যাসাজ করুন, শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করুন।
মনে রাখতে হবে, হেয়ারস্টাইলই বা পোশাক যেমনই হোক, তাকে ঠিকমতো ক্যারি করতে হয়। আর এজন্য প্রয়োজন আত্মবিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআইএস