অনলাইনে কোনো কিছুর ছবি দেখলেই কিনতে ইচ্ছা করে বা শপিং এর গিয়ে ছাড় দেখলে? জেনে নিন কীভাবে সামলাবেন নিজেকে:
• মাসের শুরুতে বাজেট করে নিন
• কেনাকাটা করার আগে আপনার যা যা প্রয়োজন তার তালিকা করে নিন
• কার্ডে বিল দিলে সেভাবে মনেই হয় না, অনেক টাকা যে খরচ হয়ে যাচ্ছে
• নগদ টাকা দিয়ে কিছু কিনলে অনেক সময় মনে হয়, ইশ এতো টাকা খরচ হচ্ছে...
• ছাড়ের লোভনীয় অফারের ফাঁদে পা দেবেন না একেবারেই
• ছাড়ের পণ্যের মান অনেক সময়ই ভালো হয় না
• আবার সাইজ না মিললেও বদলে নেওয়ার সুযোগ থাকে না
• এমনিতে হয়ত একটি জিনিস কিনতেন, ছাড় দেখে তিনটি কিনে ফেললেন, তাহলে এবার হিসাব করুনম বাড়তি কত টাকা খরচ হচ্ছে।
• বিজ্ঞাপন দেখলেই এড়িয়ে যান।
বাংলাদেশ সময় ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এসআইএস