দিনের শুরুতেই এক গ্লাস পানিতে আদা দিয়ে পান করলে যে উপকারগুলো পাওয়া যাবে-
• বদহজম ঠেকাতে, খাবারকে সহজপাচ্য করতে পান করুন আদা-জল
• বমিভাব ও মর্নিং সিকনেস দূর করে
• ব্যায়াম বা পরিশ্রমের ফলে মাসলে ব্যথা হলে আদা-জল পান করুন
• প্রদাহজনিত ব্যথা কমায়
• হজমশক্তি উন্নত করে
• শরীরের টক্সিন বের করে দেয়
• ওজন কমে
• গলা ব্যথা, খুশখুশে কাশি বা ঠান্ডা লাগা কমাতেও দারুণ কাজের এই পানীয়
• প্রতিদিন সকালে খালি পানি ফুটিয়ে আদা ও মধু মিশিয়ে পান করুন।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এসআইএস