শীতের সময়টা সুন্দর চুলের জন্য কিছুটা চ্যালেঞ্জই। তাহলে এবার জেনে নিন এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন?
• চুলের স্বাস্থ্যরক্ষা করার সবচেয়ে ভালো উপায় হল স্ক্যাল্প পরিষ্কার রাখা।
• ধুলোবালি থেকে বাঁচাতে বের হওয়ার সময় স্কার্ফ বা ওড়না দিয়ে চুলটা ঢেকে নিন
• নিয়মিত চুলের ডগা ছেঁটে ফেলবেন
• শীতকালেও খুব গরম পানি দিয়ে চুল ধোবেন না। এতে চুল ক্ষতিগ্রস্ত হয়
• এই সময়ে চুলে ব্লো-ড্রায়ার কিংবা স্ট্রেটনারের ব্যবহার কম করবেন
• হট অয়েল ট্রিটমেন্টের জুড়ি নেই, সপ্তাহে অন্তত একদিন তেল গরম করে পুরো চুলে লাগিয়ে রাখুন ঘণ্টা দুই
• কালোজিরা, লাউ, আমলকি ও লেবু চুলের জন্য খুব ভালো। তেলের সঙ্গে বেটে মিশিয়ে ম্যাসাজ করলে উপকার পাবেন।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসআইএস