ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মারজিন-এ উইন্টার কালেকশন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
মারজিন-এ উইন্টার কালেকশন উইন্টার কালেকশন

বাংলাদেশে শীত আসে অল্প সময়ের জন্য। ফ্যাশন সচেতনদের জন্য হালকা বা ভারী শীতে পরার সোয়েটার এনেছে ফ্যাশন হাউস মারজিন। 

এবারে উইন্টার এর জন্য মারজিনে বেশ কিছু নতুন উলেন জ্যাকেট কালেকশন রাখা হয়েছে। নকশায় বৈচিত্র্য ও আরামদায়ক ম্যাটেরিয়ালসে তৈরি মেয়েদের কালেকশনে রয়েছে লং উলেন জ্যাকেট, ট্রেন্ডি সোয়েটার ও স্পানটেক্স টুইল ও ডেনিম ফেব্রিকে লেডিস প্যান্ট।

 

হালকা শীতের জন্য রয়েছে নিট ফেব্রিকের টপস আর পাতলা উলে তৈরি ডাবল জর্জেটে ট্রেন্ডি কামিজ ও টপস।  

ছেলেদের জন্য ফুলস্লিভ কটন উলেন সোয়েটার ও নানা রঙের হুডিও রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।