ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রং করা চুলের বাড়তি যত্ন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
রং করা চুলের বাড়তি যত্ন চুলে রং

সাদা চুল ঢাকতে বা সৌন্দর্য বাড়াতে অনেকেই আজকাল চুলে রং করেন। চুল রং করার পর এর বাড়তি যত্ন নেওয়া মাস্ট। 

কালার করলে চুলের প্রথম দু’টি লেয়ারের রঙে পরিবর্তন আসে এতে করে চুলের প্রাকৃতিক স্বাস্থ্যের পরিবর্তন হয় । সেজন্য এসময় চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি।

 জেনে নিন কালার করার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে।

বাড়িতে সপ্তাহে দু’বার প্রোটিন প্যাক ব্যবহার করুন। প্রোটিন প্যাক হলো ডিম, টক, অলিভ ওয়েল একত্রে মিশিয়ে প্যাক বানিয়ে ৪০ মিনিট রাখুন। তারপর  ধুয়ে ফেলুন।

মাসে ১ বার দু’টি ডিমের সাদা অংশ বিট করে শ্যাম্পুর মতো ব্যবহার করুন। অবশ্যই  প্রতিদিন শ্যাম্পু  ব্যবহার করবেন না। এতে কালারের ক্ষতি হতে পারে।

চুলে লেবুর রস, হেনা ইত্যাদি দেয়া থেকে বিরত থাকুন। ১৫ দিন পরপর পার্লারে গিয়ে হেয়ার স্পা, ডিপ কন্ডিশনিং, ক্রিম ট্রিটমেন্ট করুন। যা বিশেষভাবে কালার চুলের জন্য করতে হয়।

তবে চুলে কৃত্রিম রাসায়নিক রং ব্যবহার করা একেবারেই ভালো না। বছরে  দুই থেকে পাঁচ বারের বেশি চুল রং না করার পরামর্শ দেন হেয়ার এক্সপার্টরা।  


বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০ 
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।