ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শীতের সাজে উষ্ণতা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
শীতের সাজে উষ্ণতা  জয়া আহসান

শীতের সময়টাই উৎসবের, প্রতি সন্ধ্যায়ই থাকে নানা আয়োজন। সেখানে যেতে প্রয়োজন হয় অনুষ্ঠান অনুযায়ী সাজগোজ। তবে অনেকেই মনে করেন এই শীতে ফ্যাশন ঠিকমতো করা যায় না। এটা ভেবে যারা মন খারাপ করেন, তারা জেনে নিন শীতের সাজেও উষ্ণতা ছড়ানোর উপায়: 

শীতের পার্টিতে জমকালো লুক চাইলে, জমকালো পোশাকের সঙ্গে অভিজাত র‍্যাপ বা শ্রাগ নিয়ে নিন। সঙ্গে পরুন পছন্দের হাই হিল।

কানের টপ, আর হাতের একটি বড় ডায়ালের ঘড়িই যথেষ্ট।  

পোশাকটিই এত সুন্দর সাজের ক্ষেত্রে হালকা মেকআপ করুন। ময়েশ্চারাইজারের পর ফাউন্ডেশনের বেজ করে কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। গোলাপি বা ব্রাউন গ্লসি লিপস্টিক আর গালে হালকা ব্লাশন লাগান। চোখে হালকা রঙের শ্যাডো লাগিয়ে আইলাইনার দিন। আর হেয়ারস্টাইলের ক্ষেত্রে একেবারে টেনে ওপরে খোঁপা বেঁধে নিন অথবা কার্ল করে খুলেও রাখতে পারেন।  

সাজ শেষ, পারফিউম মেখে মানানসই ব্যাগ হাতে বেরিয়ে পড়ুন।  

 বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।