ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

কোয়ারেন্টাইন, আইসোলেশনের করণীয়গুলো আসলেই জানি তো!  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
কোয়ারেন্টাইন, আইসোলেশনের করণীয়গুলো আসলেই জানি তো!   হোম কোয়ারেন্টাইন

করোনার এই দিনগুলোতে নতুন করে প্রতিদিনই শুনছি কোয়ারেন্টাইন বা আইসোলেশনের কথা। যেভাবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় আমাদের কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের নিয়মগুলো ১০০% মেনে চলার কোনো বিকল্প নেই। 

কিন্তু আমরা কি আসলেই পুরোপুরি জানি কোয়ারেন্টাইন, আইসোলেশন কি? আসুন জেনে নিন: 

কোয়ারেন্টাইন কথাটির অর্থ হচ্ছে, কোনো ব্যক্তির শরীরে ভাইরাস প্রবেশ করেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তাকে সবার থেকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা। সাধারণত হাসপাতালে এদের রাখা হয় না।

 

বিদেশ থেকে কেউ ফিরলে তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। কারণ মহামারি করোনাভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার উপসর্গ প্রকাশ পায় না। ৫-৭ দিন পর হাঁচি-কাশি, গলা ব্যথার মতো লক্ষণের মাধ্যমে প্রকাশ পেতে শুরু করে। তাই কোনো ব্যক্তির শরীরে এই ভাইরাস আছে কিনা তা বোঝার জন্য তাকে কমপক্ষে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হয়।


আর যদি সমস্ত নিয়ম মেনে নিজেকে ঘরেই বন্দি করে রাখেন তাহলে তাকে হোম কোয়ারেন্টাইন বলা হয়। আমাদের দেশসহ বিশ্বের প্রায় সব দেশেই সুস্থ মানুষও নিজেদের নিরাপদে রাখতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে।  


কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা গেলে, ওই ব্যক্তিকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয় যাতে সেখান থেকে এই ভাইরাস ওই হাসপাতালের অন্য কোনো রোগীর মধ্যে সংক্রমিত না হতে পারে। এসময় রোগীকে যেমন বাইরে বেরোতে দেওয়া হয় না, তেমনি কাউকে দেখা করতেও দেওয়া হয় না।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।