ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

রাস্তায় দেখা যাচ্ছে করোনাভাইরাস! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
রাস্তায় দেখা যাচ্ছে করোনাভাইরাস!  করোনা কার

করোনার সংক্রমণের ভয়ে বিশ্বের প্রায় সব সব মানুষ যখন ঘরবন্দি। তখন রাস্তা ফাঁকা পেয়ে করোনাই ঘুরে বেড়াচ্ছে বুক চিতিয়ে। 

আসলে এই লকডাউনে মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে করোনা কার(গাড়ি)।  

ভারতের হায়দরাবাদে এক স্থানীয় গাড়ির মিউজিয়ামের মালিক সুধাকর এই গাড়ি তৈরি করে রাতারাতি আলোচনায় চলে এসেছেন।

মানুষ তার এই উদ্যোগের প্রশংসাও করছে।  

১০০ সিসি-র এই গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন সুধাকর।  

সুধাকর জানান, মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি করোনাভাইরাসের মতো দেখতে গাড়ি বানিয়েছেন তিনি।


তিনি চান এই গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে লকডাউন না মেনে বাইরে বের হওয়া লোকদের এই ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে।

সুধাকরের এমন উদ্যোগ এই প্রথমবার নয়। এর আগে এইচআইভি ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করতে কন্ডোমের মতো দেখতে গাড়ি বানিয়েছিলেন তিনি।  

এছাড়া ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করতে হেলমেটের মতো দেখতে গাড়িও বানিয়েছিলেন সুধাকর।  


বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।