ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

সারাদেশে ওষুধের ফ্রি হোম ডেলিভারি আর এক্স ফার্মেসির

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, এপ্রিল ১৮, ২০২০
সারাদেশে ওষুধের ফ্রি হোম ডেলিভারি আর এক্স ফার্মেসির ফার্মেসি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ ঘটেছে। হাঁচি, কাশি ও পরস্পরের মেলামেশার কারণে এ রোগের বিস্তার ঘটে। 

দেশের এমন দুর্যোগকালে মানুষের পাশে সেবা আর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উত্তরার 'আর এক্স মেডিসিন' নামের একটি ফার্মেসি। আর এক্স মেডিসিন ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরে অবস্থিত।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লোকজনকে যেন জরুরি ওষুধের প্রয়োজনে বাইরে না আসতে হয় এবং বাইরে আসাকে নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় ওষুধ বাসায় বাসায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে এই ফার্মেসিটি।  

কেবলমাত্র উত্তরাতে নয়, ঢাকাসহ সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জরুরি ওষুধ ডেলিভারি করছে তারা।  

নিজ নিজ ঘরে অবস্থান করেও রোগী যেন তার প্রয়োজনীয় ওষুধ নির্বিঘ্নে পেয়ে যায় এটা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আর এক্স মেডিসিন ও তার পুরো টিম। এভাবেই 

করোনার দুর্যোগকালীন পুরো সময়ে মেডিসিন ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মাহফুজুর রহমান টুটুল।  


বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।