ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সবাই যে দলে দলে টাক হলেন, টাক হওয়ার সুফল জানেন তো? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ৫, ২০২০
সবাই যে দলে দলে টাক হলেন, টাক হওয়ার সুফল জানেন তো?  টাক করলে অনেক বেশি স্মার্ট দেখায়

করোনার ছুটিতে প্রায় সব স্কুল, কলেজ, অফিসসহ সব ব্যবসাপ্রতিষ্ঠা যখন বন্ধ, এসময় অনেক পুরুষকেই দেখা গেছে চুল ফেলে টাক হয়েছেন। শুধুই কি সেলুন বন্ধ থাকায় সবাই এভাবে টাক হলেন, না টাক হওয়ার আরও কিছু ভালো দিক রযেছে? 

বিশেষজ্ঞরা বলেন-

•    টাক করলে অনেক বেশি স্মার্ট দেখায় 
•    টাক মাথার লোকেরাই বেশি সফল এবং বুদ্ধিমান
•    টেকো মাথার পুরুষদের শারীরিক ও যৌন ক্ষমতাও বেশি থাকে।  
 

সম্প্রতি মার্কিন বিজ্ঞানী আলবার্ট ই ম্যানেস মাথার চুল ফেলে টাক হওয়া ৫৯ জনকে নিয়ে গবেষণা করেন।

এসময় তিনি মাথা ভর্তি চুলসহ ও পরে একই ব্যক্তির টাক মাথার ছবি মানুষকে দেখিয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চান।  

ছবিগুলো দেখে প্রত্যেকেই জানিয়েছেন, টাক করার পরের অবস্থাতেই পুরুষদের অনেক বেশি আকষর্ণীয় ও আত্মবিশ্বাসী দেখায়।


তাই যাদের অল্প বয়সেই মাথার চুল পড়ে টাক হয়ে যাচ্ছে বলে মন খারাপ করেছেন, এখন থেকে আর মন খারাপ নয়। চুল নিয়ে চিন্তা বাদ দিয়ে বরং আত্মবিশ্বাস নিয়ে সামনে তাকান।  


বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ০৫, ২০২০
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।