ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

করোনার কাল তবুও তো ঈদ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ২১, ২০২০
করোনার কাল তবুও তো ঈদ  হালকা সাজে

করোনার সময়ে চির চেনা ঈদ নেই এবার। নেই এখানে সেখানে বেড়াতে যাওয়া, নেই বাড়িতে অনেক অতিথির চাপ। তারপরও তো ঈদ। বছরের বিশেষ এই দিনে প্রতিবারের মতো না হলেও নিজেদের মতো করে উদযাপন করুন। 

আর খুব সাধারণ করে হলেও একটু গুছিয়ে রাখুন নিজেকে। কীভাবে সাজবেন সেই পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও এবং বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

ফারনাজ বলেন, করোনার এই সময়ে প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে সাজতে বসুন।  

সকালের দিকেই তৈরি হয়ে নিন। এরপর ঘরের কাজ আর আপ্যায়ন করুন। ব্রাশ দিয়ে এমনভাবে লিকুইড ফাউন্ডেশন মুখে ব্লেন্ড করে দিন যাতে ত্বকের সঙ্গে মিশে যায়। এতে মুখ অনেকটা স্বাভাবিক লাগবে এবং মেকআপের বেইজও ভালো হবে। সঠিক বেইজ মেকআপ করা খুবই জরুরি। এরপর কনসিলার দিয়ে মুখের দাগ এবং চোখের নিচের কালো দাগ ঢেকে দিন।
 
এবার একটি পাফ ভিজিয়ে পুরো মুকে প্যানকেক লাগিয়ে নিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে কন্টোরিং করে নিন।

চিক এবং কানের মাঝ বরাবর কন্টোরিং করবেন। সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে বেইজ সেট করুন।

চোখে হালকা ব্রাউনিশ আইশ্যাডো দিন। চোখের হাইলাইটসে সিমারি শ্যাডো লাগান।

এবার চোখে টেনে আইলাইনার দিন। ডার্ক ব্রাউন কালার শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন।

চোখের নিচের দিকে একটু কাজল দিতে পারেন। আইল্যাশ লাগিয়ে গাঢ় করে মাশকারা দিন।

এবার ঠোঁটে স্কিন কালার লিপস্টিক দিন। হালকা একটু গ্লস দিতে পারেন।

চুলগুলো সামনের দিকে হালকা পাফ করে নিন। পেছনের চুলগুলো পেঁচিয়ে ওপরের দিকে ক্লিপ দিয়ে আটকে নিন। ব্যস, মেকআপ পরিপূর্ণ।

কেউ শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউবা সালোয়ার কামিজে কেউ আবার ওয়েস্টার্ন আউটফিট যাই পরুন লক্ষ্য রাখুন যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন।

খুব একটা ভারী গহনা পরার দরকার নেই। পোশাকের সঙ্গে মিলিয়ে গলায় বড় একটি হার পরতে পারেন। আর কানে ছোট্ট একটি দুল। তবে মিষ্টি ঘ্রাণের সুগন্ধি দিতে একদমই ভুলবেন না যেন।

সুস্থ ও সুন্দর থাকতে বেশি পরিমাণে ভিটামিন এ এবং সি সমৃদ্ধ খাবার খান। এবারের ঈদটি চেষ্টা করুন একেবারেই ঘরোয়াভাবে পালন করতে। কারো বাড়িতে না গিয়ে এবং কাউকে না ডেকে অনলাইনে আর ফোনে সবার সঙ্গে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করুন।  


বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ২১, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।