ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শুধু সাধারণ জীবাণু নয়, করোনা রুখতেও মাউথওয়াশ!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ২৬, ২০২০
শুধু সাধারণ জীবাণু নয়, করোনা রুখতেও মাউথওয়াশ! মাউথওয়াশ

মুখে দুর্গন্ধ দূর করতে ও জীবাণুমুক্ত রাখতে আমরা মাউথওয়াশ ব্যবহার করি।সাধারণ এই মাউথওয়াশ হতে পারে মহামারি করোনা রুখে দেওয়ার মোক্ষম অস্ত্র। কীভাবে?  

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, এই মাউথওয়াশই রুখতে পারে করোনা সংক্রমণ।

সম্প্রতি ফাংশন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রের দাবি অনুযায়ী, কোভিড ১৯ ভাইরাসের অ্যাটাকের পর তা গলা এবং স্যালাইভারি গ্ল্যান্ডে প্রভাব বিস্তার করে৷

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যালেরি ও’ডোনেল জানিয়েছেন, টেস্টটিউব গবেষণা ও ক্লিনিক্যাল সমীক্ষায় দেখা গেছে করোনা ভাইরাসের বাইরের অংশের লিপিড মেমব্রেন রয়েছে৷ এই লিপিড মেমব্রেনকেই নষ্ট করে দেওয়ার উপাদান রয়েছে মাউথওয়াশে৷ 

মাউথওয়াশ মুখে দিয়ে কুলকুচি করার পর মুখ দিয়ে করোনার সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়া আটকে দিতে পারে।

 
মাউথওয়াশের মধ্যে থাকা আয়োডিন, ইথানলসহ নানা উপাদান ভাইরাসের বাইরের অংশ নষ্ট করতে সক্ষম।   


তবে মাউথওয়াশ ব্যবহারের পর কত সময় এই করোনা ভাইরাসের সংক্রণের বিরুদ্ধে কাজ করে সে বিষয়ে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।  

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছিল, করোনা রুখতে মাউথওয়াশ ব্যবহারে লাভ হতে পারে৷ তবে এক্ষেত্রেও কোনো পরীক্ষিত প্রমাণ নেই ৷ 

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ২৬, ২০২০
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।