ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শেষ হচ্ছে ছুটি, এবার করোনার যুদ্ধটা সরাসরি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মে ২৯, ২০২০
শেষ হচ্ছে ছুটি, এবার করোনার যুদ্ধটা সরাসরি  বাইরে গেলে

প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যায়, শনাক্ত হচ্ছে কয়েক হাজার। এর মধ্যেই আড়াই মাসের ছুটি শেষে খুলে যাচ্ছে সব প্রায় ধরনের প্রতিষ্ঠান। 

আবারও সব জায়গায় বাড়বে মানুষের উপস্থিতি। রাস্তায়-গাড়িতে দেখা যাবে খেটে খাওয়া মানুষের উপচে পড়া ভিড়।

 এই পরিস্থিতিতে সত্যিকারের মোকাবিলা করতে হবে মহামারি করোনার সঙ্গে।  

নিজেকে, নিজের পরিবারকে নিরাপদ ও সুস্থ রাখতে সচেতনতার কোনো বিকল্প নাই।  
এই করোনা কবে যাবে এটা পৃথিবীর কোনো বিশেষজ্ঞ বলতে পারছেন না। তাই করোনার আতঙ্ক পেছনে ফেলে ফিরতে হচ্ছে জীবিকার জন্য।  

নিরাপদে থেকে করোনা ভাইরাসকে দূরে রাখতে যা করতে হবে: 

•    প্রথমেই নিশ্চিত করতে হবে বাড়িতে যেন কোনোভাবেই জীবাণু না ঢুকতে পারে 

•    বাইরে গেলে মাস্ক আর গ্লাভস বাধ্যতামূলকভাবে ব্যবহার করুন 

•    সঙ্গে রাখুন স্যানিটাইজার ও টিস্যু পেপার
•    সুযোগ থাকলে গাড়ির দরজার হাতল ও সিট জীবাণুমুক্ত করে নিন 

•    অফিসে ঢুকে ডেস্ক, কম্পিউটারের কি-বোর্ড, ফোনসহ ও পুরো ওয়ার্কস্টেশন মুছে নিন 

•    চেষ্টা করুন গ্লাভস পরেই কাজ করতে 

•    যদি খুলে রাখতেই হয়, তবে বার বার সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে

•    বাইরে থেকে ফিরে আগে গোসল করে নিন 

•    এত সময় ব্যবহার করা পোশাকটি ধুয়ে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে নিন।

লক্ষ্য রাখুন মুখে, নাকে বা চোখে হাত দেবেন না কর্মস্থল ও পরিবারের সবাই নিয়ম মেনে চললেই এই মহামারি থেকে রক্ষা পাওয়া সম্ভব। শুধু নিজের জন্য নয়, প্রিয়জনের জন্যও নিয়মগুলো মানতে হবে। কারণ করোনা কিন্তু ছেঁায়াচে রোগ। প্রিয়জনরাই আমাদের সব থেকে কাছে আসে, তাদের জীবনকে এই মহামারি থেকে নিরাপদ রাখা আমাদের সচেতনতার ওপর অনেকটা নির্ভর করছে।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ২৯, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।