ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

চশমা পরেন, করোনার দিনে কী করবেন? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুন ২২, ২০২০
চশমা পরেন, করোনার দিনে কী করবেন?  চশমা পরলে

অনেকের মাথাব্যথা বা চোখের সমস্যার কারণে চশমা ব্যবহার করতে হয়। আবার রোদ-ধুলা থেকে বাঁচতেও আছে চশমা। এছাড়া ফ্যাশনেরও বড় সঙ্গী নানা রকম চশমা।

এই মহামারি করোনা ঠেকাতেও চশমার ভূমিকা রয়েছে। করোনার ভাইরাস চোখের ভেতর দিয়েও আমাদের শরীরে প্রবেশ করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

যারা চশমা ব্যবহার করেন-

•    যতক্ষণ না পরবেন সেই সময়টা চশমা সব সময় খাপের মধ্যে রাখার চেষ্টা করুন

•    করোনার দিনে গহনা, ঘড়ি ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। তবে চশমা তো ব্যবহার করতেই হয় 

•    প্রতিদিন অন্তত একবার নিয়ম করে চশমা পরিষ্কার করতেই হবে

•    হালকা গরম পানি ও সাবান দিয়ে চশমা ধুয়ে জীবাণুমুক্ত করে নিন 

•    পানি শুকিয়ে গেছে নরম কাপড় দিয়ে মুছে রাখুন 

•    এই সময়ে এমন ফ্রেম বাছাই করুন যেন পানিতে ভিজিয়ে রাখলেও রং না ওঠে 

•    আপনাকে যদি চশমা পরেই জরুরি কাজ করতে হয়। তাহলে অবশ্যই কয়েক সেট চশমা রাখুন 

•    অফিসের ব্যাগেও অবশ্যই স্পেয়ার চশমা রাখবেন

•    একটি নির্দিষ্ট জায়গায় চশমা রাখুন 

•    প্রয়োজনে খুঁজতে হবে না।  

ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই নির্দিষ্ট পাওয়ারের চশমা নিন।


বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুন ২২, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।