ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পরবেন নাকি সোনার মাস্ক? দাম মাত্র তিন লাখ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
পরবেন নাকি সোনার মাস্ক? দাম মাত্র তিন লাখ সোনার মাস্ক

ধনীদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি প্রতি সকালে লাখ টাকা চা পান করেন, এটা মোটামুটি সবাই জানি।

তবে এবার কোনো সুপার স্টার পরিবারের কথা বলা হচ্ছে না। চাইলে এই করোনায় আপনিও পরতে পারেন সোনার তৈরি মাস্ক।  

তবে যেখানে মহামারি করোনা ভাইরাসে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ শপিং, আউটিং কোনো কিছুতেই এখন কারো তেমন আগ্রহ নেই ৷ কারণ জামা-কাপড় কিনেই বা কী হবে৷ কোথাও যাওয়ার নেই কারো৷ পার্টি-অনুষ্ঠান প্রায় কিছুই নেই৷ করোনা থেকে বাঁচতে চাহিদা এখন কেবলমাত্র দু’টি জিনিসেরই ৷ সেটা হল মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার৷ 

এজন্য অনেকেই নজর দিচ্ছেন ফ্যাশনেবল মাস্ক ব্যবহারে। তাই বলে সোনার মাস্ক(!) আমরা দেখেছি সম্প্রতি ভারতের পুণে এবং কটকে দুই ব্যবসায়ী সোনার মাস্ক পরে রাস্তায় ঘুরে সবার আকর্ষণ কেড়েছেন। এবার আর দুই-একজন নয় অনেকেই ব্যবহার করতে পারবেন মহামূল্যবান সোনার মাস্ক। তবে এতে মহামারি করোনাভাইরাস কতটুকু ঠেকানো যাবে সে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, মাস্কের কারিগর  ভারতের কোয়েম্বাটুরের স্বর্ণকার রাধাকৃষ্ণ সুন্দর আচার্যের কাছে।  

সোনার মাস্কের দাম প্রায় তিন লাখ টাকা ! রাধাকৃষ্ণ মাস্ক বানাচ্ছেন সোনা দিয়ে৷ ভেতরে সেলাই থাকছে রুপার তার দিয়ে।  ১৮ ক্যারেট সোনায় তৈরি মাস্কের দাম ২ লক্ষ ৭৫ হাজার টাকা। তিনি রুপার মাস্কও তৈরি করেছেন এগুলোর দাম প্রায় ২০ হাজার টাকা!


বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।