ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকা রিজেন্সি –তে বার-বি-কিউ ফিয়েস্তা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
ঢাকা রিজেন্সি –তে বার-বি-কিউ ফিয়েস্তা 

শীতল হাওয়ায় ভেসে শীতের আগমনি উৎযাপন উপলক্ষে প্রতি বছরের মতো সবার জন্য শহরের জনপ্রিয় গ্রিল ও ফ্রাই ফেস্ট  ‘বার-বি-কিউ ফিয়েস্তা’  শুরু হয়ে গেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর নতুনভাবে সাজানো রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন–এ।  

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত  ভোজনপ্রেমীদের জন্য আয়োজনটি উপভোগ করার সুযোগ রয়েছে।

 খাবারের মেন্যুতে রয়েছে নানা ধরনের কাবাব এবং সামুদ্রিক মাছের তৈরি নানা খাবার ।  

বার-বি-কিউ উৎসবে অতিথিরা লাইভ গ্রিল ও ফ্রাই স্টেশন থেকে তাজা সি ফুড অথবা বার-বি-কিউ আইটেম-এর যে কোনোটা পছন্দমতো বেছে নিতে পারবেন এবং সঙ্গে থাকছে ফ্রি সাইড ডিশ।  

লাইভ গ্রিল ও ফ্রাই স্টেশন-এর খাবারের দাম খাবার জনপ্রতি ১১৯০++ থেকে শুরু।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।