ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সম্পর্কে রোমান্স হারালে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
সম্পর্কে রোমান্স হারালে 

কাজের-পরিবারের-সমাজের চাপে অনেক সময় প্রিয়জনের সঙ্গে মেলামেশোয় ভাটা পড়ে। এমনই এক দম্পতি অর্থি-সোহাগ।

বিয়ের চার বছর যেতে না যেতেই একজন অন্যের প্রতি শুধুই অভিযোগ করছেন তারা। তাদের মূল অভিযোগ, সম্পর্ক আগের মতো নেই, নিজেদের প্রতি আর আকর্ষণ অনুভব করছেন না।  

কিন্তু শীতলতা দূর করে দীর্ঘ দিনের বিবাহিত সম্পর্কেও আকর্ষণ ধরে রাখা সম্ভব। আর এজন্য যা করতে হবে: 

•    প্রথমেই একে অন্যের প্রতি অভিযোগ করা বন্ধ করতে হবে 

•    কোনো সমস্যা হলে অন্যদের না বলে, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করা 


•    সঙ্গীর স্পর্শে থাকুন। টিভি দেখার সময় হাতে হাত বা তার কাঁধে মাথা রাখুন  

•    দাম্পত্যজীবনে পরস্পরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখুন, কিন্তু রোমান্সটাকেও বাদ দেবেন না 

•    সন্তানের জন্য নিজেদের সম্পর্কে দূরত্ব আসতে দেওয়া যাবে না

•    একই রকম সাজ পোশাকে মাঝে মাঝে নিজেরই একঘেয়ে লাগে। সঙ্গীর দোষ কি আগ্রহ হারালে? নিজের যত্ন নিন। সৌন্দর্য এবং স্মার্টনেস দু’টিই ধরে রাখতে হবে 

•    রাতে শোবার সময়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আরাম খুঁজতে সেই পুরোনো নাইটির বদলে মাঝেমাঝে গ্ল্যামারাস পোশাক পরুন। হালকা সাজে পছন্দের পারফিউম মেখে বিছানায় যান

•    সম্পর্ক সুন্দর রাখতে নিজেই এগিয়ে আসুন, অন্যপাশ থেকেও ইতিবাচক সাড়াই মিলবে।  

তবে এই সব কিছু করার পরও যদি আগের মতো রোমান্টিক সম্পর্কের দেখা না মেলে, তাহলে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। প্রয়োজনে কাউন্সিলরের পরামর্শ নিন। যেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেও।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।