শীতে চুল নিয়ে যন্ত্রণার শেষ থাকে না। ঠাণ্ডায় অনেকেই শ্যাম্পু করতে বেশ দেরি করে ফেলেন।
পুরো বছরের তুলনায় শীতে অনেক বেশি চুল পড়ায় অনেকেরই মন খারাপ থাকে। বাজারের অনেক পণ্য ব্যবহার করেও যখন তেমন উপকার পাওয়া যায় না। তখন দেখা দেয় হতাশা, এই হতাশা থেকে মুক্তির পথ আপনার নিজের হাতেই রয়েছে।
চুলপড়া বন্ধ করে নতুন চুল গজাতে বাইরের বাজারের পণ্যে নির্ভর না করে নিজেই তৈরি করে নিন আমলা বা আমলকির তেল।
যেভাবে করবেন
আমলকি আধা কাপ, একস্ট্রা ভার্জিন নারকেল তেল এক কাপ, তিল বা সরষের তেল আধ কাপ ও আধা চা চামচ মেথিদানা নিন।
আমলকি একটু থেঁতো করে নিন। তারপর সব উপকরণ একসঙ্গে একটি গভীর পাত্রে নিয়ে আঁচে বসান। মিনিট দশেক পর তেল থেকে ধোঁয়া বেরোতে আরম্ভ করলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।
এবার তেল বোতলে ভরে রেখে দিন অন্ধকার জায়গায়। সপ্তাহে দু’বার মাথার তালু ও পুরো চুলে ঘষে ঘষে লাগান। সময় থাকলে সারারাত রেখে নিন। না পারলে ঘণ্টাখানেক রেখে এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
মাত্র একমাস এভাবে ব্যবহার করুন আর পার্থক্য নিজেই বুঝুন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসআইএস