ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

করোনাকালে ঘরোয়া স্ক্রাবেই রূপরক্ষা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
করোনাকালে ঘরোয়া স্ক্রাবেই রূপরক্ষা 

করোনা-লকডাউন-রোজা, সব মিলিয়ে এক ভিন্ন সময় দেখছি আমরা। করোনার সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় চলছে কঠোর লকডাউন।

বেশিরভাগ মানুষেরই বাইরে যাওয়া বন্ধ।

রোজার সময়ে এমনিতেই আমাদের জীবনযাত্রায় অনেক বেশি পরিবর্তন আসে। এর মধ্যেই আবার অসম্ভব গরম পড়েছে।  
এতো প্রতিকূলতায় মানসিক চাপ যেমন তৈরি হচ্ছে। তেমনি আমাদের ত্বকের ওপরও প্রভাব পড়ছে অযত্নে। বিশেষ করে যারা নিয়মিত পার্লারে গিয়ে সেবা নিতেন।  

চাইলে কিন্তু বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পার দারুণ কিছু স্ক্রাব। যেগুলোর ব্যবহারে আমাদের ত্বক থাকবে দাগহীন উজ্জ্বল ও কোমল।  
কমলার খোসার গুঁড়া আর ওটস মধু দিয়ে মিশিয়ে নিন। সামান্য পানি দিয়ে মুখে  স্ক্রাব করে ধুয়ে নিন। মাত্র কয়েকবার ব্যবহারেই ত্বক দেখে নিজেই মুগ্ধ হবেন।  

একটি পাকা কলার সঙ্গে চিনি ও সামান্য মধু মিশিয়ে মুখে মেখে নিন। ২ মিনিট স্ক্রাব করে ধুয়ে নিন, সপ্তাহে দু’বার করলেই চোখে পড়ার মতো পার্থক্য চলে আসবে ত্বকে।  

শুধু মুখের যত্ন নিলেই হবে না। হাত-পায়ের স্ক্রাব করাও জরুরি। এজন্য লেবুর রস আর চিনি একসঙ্গে মিশিয়ে স্ক্রাব করতে পারেন। এতে ত্বকের দাগ দূর হবে। আর হাত-পা হবে আরও সুন্দর।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।