ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

করোনা নিয়ে ভুল তথ্যের প্রচার!  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
করোনা নিয়ে ভুল তথ্যের প্রচার!  

মহামারি করোনা নিয়ে মানুষের আগ্রহ আর আতঙ্ক দু’টিই আকাশ ছোঁয়া। আর এই অতি আগ্রহের কারণে অনেক ধরনের ভুল ব্যাখ্যা ও তথ্য ছড়িয়ে রয়েছে নেট-দুনিয়ায়।

যার বেশিরভাগেরই তেমন ভিত্তি নেই বা বিশেষজ্ঞরা বিষয়গুলো সমর্থন করেন না। বরং এগুলোতে করোনা ঘিরে আতঙ্ক বাড়ছে।

আসুন জেনে নিই এমনই কিছু ভুল তথ্য বা করোনা নিয়ে প্রচলিত গুজব: 
 
•    গত বছরও অনেকে বলেছিলেন, রোদে খুব গরমে করোনা ভাইরাস মরে যায়। আমাদের দেশের আবহাওয়াতে করোনার সংক্রমণ মারাত্মক হবে না। আর প্রতিদিন কিছু সময় রোদে দাঁড়িয়ে থাকলে করোনা আক্রান্ত হবেন না
•    গরম পানিতে গোসল করলে এই রোগ আটকানো যায়
•    শিশুদের মধ্যে করোনার প্রভাব খুব গুরুতর হয় না। ছোটদের মধ্যেও ছড়িয়ে পড়ছে করোনা আর অনেক ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটছে
•    নিউমোনিয়া ও কোভিডের অন্যতম উপসর্গ শ্বাসকষ্ট। কিন্তু তার মানে এই নয় যে, নিউমোনিয়ার প্রতিষেধক করোনাও আটকাবে
•    অনেকেই মনে করছেন, যদি ১০ সেকেন্ড শ্বাস রোধ করে রাখতে পারেন, তা হলে করোনা হয়নি। এমন কোনো তথ্য ভুলেও বিশ্বাস করা যাবে না। বাড়িতে নিজেই কোভিড পরীক্ষা করা যায় না  
•    অনেকেই মনে করেন, মশার কামড়েও করোনা ছড়াচ্ছে। মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর কিছু রোগ হতে পারে। কিন্তু করোনা হওয়ার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।  

করোনা থেকে নিরাপদে থাকতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।