ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

করোনা মোকাবিলায় কে প্লাজমা দিতে পারেন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মে ২, ২০২১
করোনা মোকাবিলায় কে প্লাজমা দিতে পারেন

যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারি করোনা। করোনা থেকে মানুষ বাঁচাতে অনেক পথই খুঁজে নিচ্ছেন চিকিৎসকরা।

এর মধ্যে বেশ কার্যকর পদ্ধতি প্লাজমা দেওয়া।  

প্লাজমা নিয়ে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, আসুন উত্তর খোঁজার চেষ্টা করি: 

প্লাজমা আসলে কী-বিশেষজ্ঞরা বলেন, প্লাজমা রক্তের হলুদ অংশ। যিনি করোনা থেকে সেরে উঠেছেন, তার রক্তে থাকবে অ্যান্টিবডি। সেটাই পাওয়া যায় প্লাজমায়।
কে প্লাজমা দিতে পারে-বয়স যদি ১৮-৬৫ বছরের মধ্যে হয়, তাহলে করোনা থেকে সুস্থ হওয়ার পর আপনিও প্লাজমা দিতে পারেন।

প্লাজমা কেন প্রয়োজন- অ্যান্টিবডি জোগাড় করে হয় সেই রক্ত থেকে। রোগীর শরীরে সেই প্লাজমা দেওয়া হয়।  প্লাজমা দিলে দ্রুত করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে।  

কখন প্লাজমা দিতে পারবেন- কোভিড থেকে সেরে ওঠার ১৪ দিন পরে, পরীক্ষা করে রক্তে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি রয়েছে কিনা দেখে নিয়ে প্লাজমা দিতে পারেন।  
রক্তের গ্রুপ-প্লাজমা নিতে ডোনারের সঙ্গে রোগীর ব্লাড গ্রুপ এক হতে হবে। মেলা আবশ্যিক।  

পার্শ্বপ্রতিক্রিয়া- কোভিড রোগ থেকে সেরে উঠলে একেক জন অন্তত তিনজন রোগীকে প্লাজমা দিতে পারেন। কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই।  

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইচআইভি’র মতো কোনো সংক্রামক রোগ থাকলে তিনি প্লাজমা দিতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মে ০২, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।