ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

দেশীয় ফ্যাশনশিল্প রক্ষায় জয়ার আহবান 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ৬, ২০২১
দেশীয় ফ্যাশনশিল্প রক্ষায় জয়ার আহবান 

সবাই যদি কেনাকাটায় দেশি পোশাক বেছে নেন, তবেই বাংলাদেশের ফ্যাশনশিল্পের সঙ্গে জড়িত সবার মুখে হাসি ফুটবে বলে মনে করেন জয়া আহসান।  

জনপ্রিয় তারকা জয়া বলেন, আসলে ঈদে পোশাক বিক্রি হলে উদ্যোক্তারা লাভবান হবেন না, অনেক মানুষ বেঁচে যাবেন।

অনেক পরিবারের মুখে খাবার উঠবে। ঈদটা কিছুটা হলেও তাদের আনন্দের হবে, যেটা গত বছর হয়নি। গত বছরও ঈদ ছিল নিরানন্দ। তাই যাদের সামর্থ্য আছে, তারা একটি করে পোশাক

এবার কিনলেও এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত মানুষগুলো কিছুটা হলেও সামলে উঠতে পারবেন।  
ফ্যাশন হাউস বিশ্বরঙের আহ্বানে সাড়া দিয়ে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় এই শিল্প খাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য সবাইকে সমব্যথী হওয়ার অনুরোধ জানিয়েছেন জয়া আহসান।  

জয়া বলেন, করোনাকালে সংক্রমণের আশঙ্কা আছেই। অনেকে সে জন্য সশরীর মার্কেট বা মলে গিয়ে শপিংকে নিরুৎসাহিত করছেন। এর যৌক্তিকতা অস্বীকার করা হয়তো যাচ্ছে না। শপিংমলে না গেলেও অনলাইনে এখন প্রায় প্রতিটা ফ্যাশন হাউসের ঈদ কালেকশনগুলো পাওয়া যাচ্ছে।  

চাইলে অনলাইন থেকেও পছন্দের পোশাক কেনা যায়। দেশি পোশাক ব্যবহার করলেই আমাদের দেশের পোশাক শিল্প টিকে থাকতে পারবে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ০৬, ২০২১
এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।