ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অফিসেও রূপচর্চা-সাজগোজ! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, মে ২৩, ২০২১
অফিসেও রূপচর্চা-সাজগোজ! 

সকালে পরিপাটিভাবে তৈরি হয়েই আমরা অফিসে আসি। কিন্তু দুপুর গড়াতেই সেই সাজ মলিন হতে থাকে।

সন্ধ্যায় আবার অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানেও যেতে হয়। তখন সেই সকালের সাজে আর চলে না। আবার দীর্ঘ সময় একই প্রসাধনী ত্বকে থাকাও হতে পারে নানা সমস্যার কারণ। তাহলে উপায়? 
যা করতে হবে-
•    অফিসেও ব্যবস্থা রাখুন ঝটপট বেসিক স্কিন কেয়ারের 
•    দুপুরে ফেসওয়াশ দিয়ে ভালো করে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিন 
•    এবার ফাউন্ডেশন বা বিবি বা সিসি ক্রিমের পর হালকা করে বিবি পাউডার দিয়ে সেট করে নিন
•    ঠোঁটকে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট করতে লিপবাম লাগান। এরপর পছন্দের লিপস্টিক লাগিয়ে নিন
•    চুলটাও আচড়ে নিন আর চাইলে চোখে একটু কাজল দিয়ে দিন 
•    সবশেষে হালকা সুগন্ধি মেখে নিলেই আবার আপনি তৈরি।  

এই কাজগুলো করতে আমাদের মাত্র কয়েক মিনিট সময় লাগবে। কিন্তু নিজেকে আয়নায় দেখে যে স্বস্তি পাবেন, এটা সারাদিন ধরে থাকবে। জানেন তো সুন্দর করে থাকলে মনও ভালো থাকে, অফিসের কাজেও মন বসে আর বাড়ে আত্মবিশ্বাস। সেই সঙ্গে ত্বকও থাকে স্বাস্থ্যকর-কোমল-লাবণ্যময়।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মে ২৩, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।