ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

লকডাউনে বিকেলের নাস্তায় কিমা স্যান্ডউইচ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ২৯, ২০২১
লকডাউনে বিকেলের নাস্তায় কিমা স্যান্ডউইচ

লকডাউনে সবাই যখন বাড়িতে বিকেলের নাস্তা নিয়ে চিন্তা? এমন কিছু তৈরি করতে হবে, যা হবে পরিবারের সবার জন্য পুষ্টিকর এবং সুস্বাদু। এমনই একটি চটজলদি রেসিপি চিকেন কিমা স্যান্ডউইচ।


উপকরণ

  • মুরগির মাংসের কিমা – ২০০ গ্রাম
  • ছোট সাইজের পেঁয়াজ – ২টি(কুচি)
  • আদা বাটা – ১ চা চামচ
  • মরিচ বাটা – ১ চা চামচ
  • শুকনা মরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • হলুদ -সামান্য
  • সয়াবিন তেল – আড়াই চামচ
  • ধনেপাতা কুচি-১ চা চামচ
  • মাখন – ৮ চা চামচ
  • পাউরুটি– ৮ পিস
  • লবণ – পরিমাণমতো।
     

প্রণালী
প্রথমে মাখন, পাউরুটি, ধনেপাতা বাদে বাকি সব উপকরণ একটু পানি দিয়ে তেলে ভালো করে কষিয়ে নিতে হবে।
কিমা সেদ্ধ হলে পানিটা কড়াইতেই শুকিয়ে নেবেন।
পানি শুকিয়ে এলে ধনে পাতা মিশিয়ে দিন। এবার এটা ঠাণ্ডা করুন। পাউরুটির ওপরে মাখন লাগান।
একটার ওপরে পুর দিয়ে আরেকটি পাউরুটির স্লাইস চাপা দিন।
পুর দেওয়া হলে ছুরি দিয়ে তিনকোনা করে কেটে নিন। পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে দিতে হবে। চাইলে সঙ্গে শসা কুচি দিতে পারেন।

এবার স্যান্ডউইচ মেকারে, কিছুক্ষণের জন্য বেক করে পরিবেশন করুন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ২৯, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।