ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আইসোলেশনের দিনগুলোতে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুন ৩০, ২০২১
আইসোলেশনের দিনগুলোতে 

কারও শরীরে যদি করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পায় এবং নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয় অর্থাৎ কারও যদি করোনা ভাইরাস ধরা পড়ে তবে তাকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়। এসময় চিকিৎসক এবং নার্সদের তত্ত্বাবধানে রোগীকে অবশ্যই হাসপাতালে থাকতে হবে।

 

আইসোলেশনের মেয়াদ ১৪ দিন। রোগীর অবস্থা দেখে বাড়ানো হয় মেয়াদ। এসময়ের মধ্যে রোগীর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় না সাধারণত।

করোনায় আক্রান্ত হলে আইসোলেশনে থাকার সময়ে যে বিষয়গুলো মানতে হবে-
•    খালি হাতে ওই ঘরের কোনোকিছু স্পর্শ করা যাবে না
•    ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র অন্যদের সঙ্গে ভাগাভাগি করা যাবে না 
•    খাওয়ার থালা, গ্লাস, কাপ ইত্যাদি, তোয়ালে, বিছানা চাদর আলাদা করে নিতে হবে
•    জিনিসপত্র ব্যবহারের পর সাবান-পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে   
•    ব্যবহৃত মাস্ক, গ্লাভস, টিস্যু ইত্যাদি অথবা অন্য আবর্জনা ওই রুমে রাখা ঢাকনাযুক্ত ময়লার পাত্রে রাখতে হবে।  

দীর্ঘ ১৪ দিন অসুস্থ শরীর ও মানসিক চাপ নিয়ে একা থাকা সত্যিই কষ্টের। এই সময়টা মন খারাপ করে বসে না থেকে যা করতে পারি-
•    অনেক বইয়ের লিস্ট করে রেখেছেন, ব্যস্ততায় পড়া হয়ে ওঠেনি। এবার পড়ে নিন পছন্দের বইগুলো 
•    মুভি দেখলে দিনের বড় একটা সময় চোখের পলকে চলে যায় 
•    এছাড়া প্রার্থনা ও মেডিটেশন চমৎকার কাজে দেয় 
•    প্রিয় মানুষদের সঙ্গে ফোনে কথা বলুন 
•    দেশ বিদেশের খবর জানুন, তবে কোনো নেগেটিভ নিউজ পড়বেন না এই সময়ে 
•    চাইলে অনলাইনে কোনো কোর্স করে নিতে পারেন।  
নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুন ৩০, ২০২১ 
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।