ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অঞ্জন’স ঈদ আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
অঞ্জন’স ঈদ আয়োজন

বৃষ্টির দিনে প্রকৃতি সাজে নতুন রূপে । প্রকৃতির এই পরিবর্তনে বৃক্ষ, ফুল, লতা—পাতায় আসে সজীবতা ও স্নিগ্ধতা।

আমাদের এবারের ঈদুল আজহা আয়োজনে ফুল, লতা—পাতা মোটিফ হিসেবে প্রাধান্য পেয়েছে।  

প্রতিদিন বৃষ্টি হলেও এ সময়টিতে অনেক গরম থাকে। তাই ফেব্রিক ও রঙের ব্যবহার ও বিশেষ যত্ন নেওয়া হয়েছে। সাদা, নীল, আকাশি, সবুজ, জলপাইসহ বিভিন্ন রঙের কটন, ভয়েল, লিনেন কাপড় বেশি ব্যবহার করা হয়েছে। পোশাকের প্যাটার্নেও এসেছে নতুনত্ব।

এবারের ঈদ আয়োজনে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মেয়েদের শর্ট ও লং ফতুয়া ও ছেলেদের শার্ট ও টি—শার্ট ডিজাইন। লিনেন ও ভয়েল কাপড়ে মেয়েদের শর্ট ও লং ফতুয়ায় ফুল, লতা—পাতা মোটিফ প্রাধান্য পেয়েছে। ছেলেদের শার্ট ও টি—শার্ট ফতুয়ায় বৃক্ষ ও পাতার মোটিফ প্রাধান্য পেয়েছে।
এছাড়া শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, জুয়েলারি ও শিশু কিশোরদের পোশাক থাকছে এবারের আয়োজনে।  

১৪ জুলাই পর্যন্ত অনলাইন স্টোর (www.anjans.com) এ ১৫ শতাংশ মূল্যছাড় থাকছে।  

 বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ১২, ২০২১ 
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।