ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ওষুধি গুণে সমৃদ্ধ নিশিন্দা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
ওষুধি গুণে সমৃদ্ধ নিশিন্দা নিশিন্দা

কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে ‘নিম তিতা নিশিন্দা তিতা, তিতা পানের খড় রে’, গানটি শুনতে বেশ ভালোই লাগে। আবার নিশিন্দার নীলচে বেগুনী ফুল দেখলে চুলে গুঁজে দেয়ার ইচ্ছাটাও মনে জাগতে পারে অনেকের।

কিন্তু নিশিন্দা খাওয়ার কথা বললে চোখ-মুখ কুঁচকে ফেলবেন অনেকেই। তবে তিতা স্বাদে ভরা নিশিন্দার গুণের কারণে এর কদর যুগে যুগে সমাদৃত।
 
নিশিন্দা গাছের পাতা, শিকড়, ফুল এবং ফল সব কিছুই উপকারী। খুঁজলে দেশের সর্বত্রই এ গাছের সন্ধান পাওয়া যাবে।

আসুন জেনে নেই নিশিন্দার গুণগুলো সম্পর্কে:
 
নিশিন্দা হাঁপানি ও ঠাণ্ডাজনিত রোগে বিশেষ কার্যকরী।

নিশিন্দার পাতা পরজীবী নাশক এবং এটা যক্ষা ও ক্যান্সার প্রতিরোধক।

পা মচকে গেলে বা ফুলে গেলে নিশিন্দার পাতা গরম করে আক্রান্ত স্থানে রেখে কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিন। দেড়-দু’ ঘণ্টা পর পর নতুন করে লাগান। দু-এক দিনের মধ্যে আরাম পাবেন।

শরীরে কোনো স্থানে টিউমার থাকলে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগান। কয়েকদিনের মধ্যে ফল পাবেন।

রান্নাঘরে পোকার উপদ্রব হলে নিশিন্দার ডাল-পাতা রেখে দিন। পোকার আনাগোনা কমে যাবে।

নিশিন্দা পাতা চূর্ণ সিকি গ্রাম পরিমাণ খেলে গুঁড়া কৃমির উপদ্রব কমে যায়। তবে শিশুদের খাওয়াবেন না। প্রাপ্তবয়স্কদের জন্য এটা প্রযোজ্য হবে।

কানের যেকোনো ধরনের ব্যথায় নিশিন্দা মহৌষধ হিসিবে কাজ করে।

বাতের ব্যথায় নিশিন্দা কার্যকরী ভূমিকা রাখতে পারে।

কানে কোনো রোগ থাকলে নিশিন্দা পাতার রস কিংবা পাতা বেটে সরিষার তেলে পাক করে সে তেল ১ থেকে ২ ফোঁটা করে কানে দিন, রোগ ভালো হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।