আমরা অনেকেই গোসলের সময় প্রথমে মাথায় পানি দেই। এতে নিজের অজান্তেই আমরা ডেকে আনছি বিপদ।
গোসলের সময় যদি প্রথমেই মাথায় পানি ঢালেন, তাহলে সেটাই করছেন মারাত্মক ভুল। অনেক বিজ্ঞানী গবেষণায় দেখেছেন যে গোসলের সময় প্রথমে মাথায় পানি ঢাললে হতে পারে নানা ধরনের রোগ।
প্রথমত, গোসলের সময় মাথায় প্রথমে পানি ঢাললে রক্ত চলাচলে সমস্যা শুরু হয়। এতে করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাও বাড়তে থাকে।
মাথায় রক্ত প্রবাহ হ্রাস পেতে থাকে, যা বড় ধরনের রোগের কারণ হতে পারে। যত দিন যাবে হতাশা অবসাদ তাদের ঘিরে ধরতে শুরু করবে।
গোসলের সময় প্রথমে পায়ে পানি ঢালতে হয়। তারপর ধীরে ধীরে ওপরের দিকে পানি ঢালতে হবে। যখন আপনার শরীর পুরো ভিজে যাবে তখন মাথায় পানি ঢালুন।
পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এ সমস্যা কম হয়। কারণ পুরুষরা প্রতিদিন তাদের মাথা ধুয়ে ফেলে এবং নারীরা চুল বড় রাখার কারণে সপ্তাহে একবার বা দু’বার মাথা ধুয়ে থাকেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
জেডএ