ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীতকালে ফ্যান চালালে ঠাণ্ডা কমে!

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
শীতকালে ফ্যান চালালে ঠাণ্ডা কমে!

শীতের সময়ে একটু উষ্ণতার খোঁজ করি আমরা। গরম পোশাক পরি, ঘরে রুম হিটার রাখি আরও কত কি! কিন্তু জানেন কি? শীতে ফ্যান চালালে ঠাণ্ডা কমে!

অবাক হচ্ছেন তো? বিজ্ঞানীরা বলেন, গরম বায়ু সব সময় হালকা হয়।

তাই ঘরের সিলিংয়ের কাছের বাতাস তুলনামূলক গরম থাকে।

সিলিং ফ্যান চালালে সেই বায়ু নিচে নেমে আসবে। আর এতে করে একটু হলেও ঠাণ্ডা কম লাগবে। ফ্যান চালানো ছাড়াও জানালায় মোটা কাপড়ের পর্দা দিয়ে ঠাণ্ডা খানিকটা কমাতে পারেন। পারলে উলের পর্দা লাগিয়ে ফেলুন।

অন্য ঘরের তুলনায় রান্না ঘরটা গরম থাকে। যখন খুব ঠাণ্ডা থাকে রান্নাটা তখন করুন। ঘরটা গরম রাখতে পারবেন। তবে এমনিতে চুলা জ্বালিয়ে রাখবেন না। এতে করে বড় দুর্ঘটনা ঘটতে পারে।  

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।