ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

উকুন প্রতিরোধে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
উকুন প্রতিরোধে যা করবেন

উকুন খুবই ক্ষুদ্র আকারের প্রাণী, যা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। অপরিচ্ছন্নতা, টুপি, ওড়না, পোশাক, হেডফোন, চিরুনি, ব্রাশ, চুল সাজানোর উপকরণ লেনদেন, উকুন আছে এমন ব্যক্তির সংস্পর্শে উকুন বংশবিস্তার করতে পারে।

উকুন রক্ত পান করলে সংশ্লিষ্ট স্থান চুলকায়, খুশকিও বাড়তে পারে। ফলে চুল পড়তে পারে।

উকুন দূরে করার উপায়-

ব্যক্তিগত ব্যবহার্য জিনিস লেনদেন না করাসহ পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

উকুন প্রতিরোধে নিয়মিত মাথা আঁচড়াতে হবে এবং চুল পরিষ্কার রাখতে হবে। চিকন দাঁতের চিরুনি দিয়ে মাথা নিয়মিত আচড়ে ফেললে উকুন থেকে অনেকটাই মুক্তি মিলবে।  

এছাড়া উকুন প্রতিরোধে পেট্রোলিয়াম জেলির ব্যবহার রয়েছে। অনেকে উকুন প্রতিরোধে বেকিং সোডা, লেবু, ভিনিগার, মেয়োনিজ, রসুন ও পেঁয়াজের রসও ব্যবহার করেন।

নানা ধরনের উকুন আছে। এসব উকুন মাথা ছাড়াও শরীরের বিভিন্ন অংশ বংশবিস্তার করতে পারে। উকুন থেকে দূরে থাকতে পরিষ্কার পরিছন্ন থাকার বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।