ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ম্যারিয়ট কর্মীরা অসহায়দের পাশে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
ম্যারিয়ট কর্মীরা অসহায়দের পাশে

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল এবং লে মেরিডিয়ান ঢাকা যৌথভাবে আয়োজন করেছে এ বছরের রোড টু গিভ প্রতিযোগিতা।  

বৃহস্পতিবার সকাল ৭ টায় ঢাকার গুলশান এ, জাস্টিস শাহাবুদ্দিন পার্কে আনুমানিক ৩০০ জন অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এবারের  রোড টু গিভের আয়োজন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে উভয় হোটেলের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

প্রতিযোগীদের নিবন্ধন ফি থেকে তহবিল সুবিধা বঞ্চিত শিশু ও বৃদ্ধ নারীদের নিয়ে কাজ করা দুটি দাতব্য সংস্থাকে দেওয়া হয়েছে।  

ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রান টু গিভ প্রোগ্রাম নতুন নামে এবার এসেছে রোড টু গিভ হয়ে, যা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং একটি মহৎ উদ্যোগ। যার মাধ্যমে এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেশের অসহায়দের পাশে দাঁড়ানোর সুযোগ পান।   

আয়োজনে ১০ জন বিজয়ীকে উপহার ও সনদপত্র দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময় ১১২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।