পানির অপর নাম জীবন, আসলে কি তাই? আমরা প্রতিদিনই পানি পানের কথাই শুনে থাকি। পানিটা নিরাপদ কিনা তা কিন্তু খুব একটা ভাবতে দেখি না।
পানি তখনই জীবন, যখন তা বিশুদ্ধ অথবা এই পানি থেকেই ঘটতে পারে মরণও। প্রতিদিন যে পানি আমরা পান করি, এটা পুরোপুরি বিশুদ্ধ করে নিতে পারি নিজেরাই।
অনেকে বাইরের কেনা পানিতে বা ফুটানো পানিতে আস্থা রাখেন, তবে নিজের হাতে করে নিলে থাকবেন চিন্তামুক্ত আর পরিবারের সবাইকে নিয়ে সুস্থ।
খুব অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মিনারেল ওয়াটার।
কীভাবে, জেনে নিন:
একটি পরিষ্কার পাত্রে ফিল্টার করা পানি-২ লিটার, বেকিং সোডা চা-চামচের ১-৪, ইপসম সল্ট চা-চামচের ১-৪ এবং পটাসিয়াম বাইকার্বোনেট চা-চামচের ১-৪ ।
এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট পর ছেকে বোতলে ভরে রাখুন আপনার বিশুদ্ধ-নিরাপদ পানি।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসআরএস