লন্ডন: যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণা বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো নয়। এখানে নির্বাচনী প্রচারণা টেরই পাওয়া যায় না।
যুক্তরাজ্যের গণমাধ্যমেই শুধু দেখা যায় নির্বাচনী আমেজ। কর্মব্যস্ততার জন্য রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ কিংবা মাইক বাজিয়ে প্রচারণা চালানোর সংস্কৃতি এখানে নেই।
ভোটের দিন কর্মস্থলে যাওয়ার আগে অথবা কর্মস্থল থেকে ফিরে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া এইটুকুই মাত্র যুক্তরাজ্যের নাগরিকদের ভোট ব্যস্ততা।
ব্রিটিশদের ভোট ব্যস্ততা থাকুক, আর না থাকুক। ব্রিটেনের বাংলাদেশিরা কিন্তু দারুণ ব্যস্ত ভোটকে কেন্দ্র করে।
নির্বাচনে মূলধারার প্রার্থী হিসেবে যেমন রয়েছে কারো কারো পছন্দের প্রার্থী। আবার কারো রয়েছে ব্যক্তি প্রচারণার তাগিদ।
মূলধারার বাইরে ছোট ছোট নাম সর্বস্ব রাজনৈতিক কিছু দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ কেউ ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন করছেন।
এসব প্রার্থীকে পরিচিতির জন্য প্রচারণা চালাতে দেখা যায়। প্রার্থীরা নিজের ছবি সংবলিত পোস্টার কিংবা ফেস্টুন নিজের গাড়িতে লাগিয়ে নির্বাচনী মাঠে ঘুরে বেড়ান।
কেউ কেউ আবার ছোট আকারের স্পিকার বা হ্যান্ডি মাইকের মাধ্যমেও প্রচারণার কাজ চালান।
বাংলাদেশের মতো যুক্তরাজ্যে মহাসমারোহে নির্বাচনী প্রচারণার মহড়া না থাকলেও ভোটের ফলাফলের দিকে আগ্রহ রয়েছে সবার।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মে ০৭, ২০১৫
টিআই