হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন ভোটগণনা কেন্দ্র, কেমডেন (যুক্তরাজ্য) থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের (যুক্তরাজ্য) এমপি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় লন্ডনের কেমডেন ভোট গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসার টিউলিপকে এমপি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
তিনি সে দেশের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউলিপ মোট ২৩৯৭৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টোরি দলীয় (কনজারভেটিভ দল) প্রার্থী সায়মন মারকাসের চেয়ে ১,১৩৮ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন।
ফল ঘোষণার সময় গণনা কেন্দ্রে টিউলিপের মা শেখ রেহানা, ভাই রেজোয়ান সিদ্দিক ববি, বোন রূপন্তী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, যুগ্ম সম্পাদক ও টিউলিপের অন্যতম প্রধান নির্বাচনী ক্যাম্পেইনার আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজনীতিক জামাল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে, ফলাফল ঘোষণার পর টিউলিপের মা শেখ রেহানা বলেন, ‘আমি বঙ্গবন্ধুর মেয়ে। শেখ হাসিনার বোন। টিউলিপের মা। আমি গর্বিত। ’বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মে ০৮, ২০১৫/আপডেটেড: ১০১৮ ঘণ্টা/আপডেটেড: ১০২৫ ঘণ্টাএবি
** মেয়ের বিজয়ে গর্বিত শেখ রেহান
** বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ব্রিটিশ এমপি নির্বাচিত