ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

ওয়ারশ ফেস্টিভ্যাল

বাংলাদেশ এখন বিশ্ব ট্যুরফিল্মেরও অনুপ্রেরণা

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বাংলাদেশ এখন বিশ্ব ট্যুরফিল্মেরও অনুপ্রেরণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়ারশ, পোল্যান্ড থেকে: বহু ক্ষেত্রেই বাংলাদেশ এখন বিশ্ব সম্প্রদায়ের অনুপ্রেরণার উৎস। নারীর ক্ষমতায়ন, জাতিসংঘ সহস্রাব্দ লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের পর ট্যুরফিল্ম তৈরির ক্ষেত্রেও এবার অনুকরণীয় হয়ে উঠলো বাংলাদেশ।



ইন্টারন্যাশনাল 'ফিল্মএট' ফেস্টিভ্যাল উপলক্ষে  পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'র রয়েল ক্যাসেলে ইন্টারন্যাশনাল টোরফিল্ম একাডেমি আয়োজিত সেমিনারে আয়োজক 'ফিল্মএট' ফেস্টিভ্যাল ডিরেক্টর ইভা কুটুস আনুষ্ঠানিকভাবেই এটি জানালেন সেমিনারে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের।

সেমিনারে নিজের তথ্যচিত্র 'পোলান্ড ইজ বিউটিফুল' সম্পর্কে বক্তব্য রাখার জন্য পোলিশ ফিল্মমেকার জর্জ বোগাচুইকজকে আমন্ত্রণ জানানোর প্রাক্কালে ডিরেক্টর ইভা কুটুস সেমিনারে উপস্থিতদের বলেন, 'পোল্যান্ড ইজ বিউটিফুল' তথ্যচিত্রটি তৈরি হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ফিল্ম মইনুল হোসেন মুকুল পরিচালিত ১০ মিনিটের 'বিউটিফুল বাংলাদেশ'কে অনুকরণ করে।

পোলিশ নির্মাতা মুকুলের ১০ মিনিট দৈর্ঘ্যের 'বিউটিফুল বাংলাদেশ' দেখে এতই অনুপ্রাণিত হন যে, ফিল্মটি দেখতে দেখতেই তার মনে হয়, পোল্যান্ড নিয়ে এমন একটি কেন নয়!

ইভার এই ঘোষণা বিপুল করতালির মাধ্যমে গ্রহণ করেন সেমিনারে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

এ সময় মইনুল হোসেন মুকুল সস্ত্রিক সেমিনারে উপস্থিত ছিলেন।

ইভা বলেন, শুধু পোল্যান্ড নয়, আমার বিশ্বাস 'বিউটিফুল বাংলাদেশ' বিশ্বের অন্যান্য দেশের ট্যুরফিল্ম নির্মাতাদেরও নিজের দেশ নিয়ে ফিল্ম তৈরি করতে পোলিশ নির্মাতার মতো অনুপ্রেরণা যোগাবে। আমাদের আগামী ফেস্টিভ্যালে এমন ফিল্মগুলোর অপেক্ষায়ই আছি আমি।

'পোল্যান্ড ইজ বিউটিফুল' নির্মাতাও মুকুলের 'বিউটিফুল বাংলাদেশ' তাকে অনুপ্রাণিত করেছে বলে সেমিনারকে জানান।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ইন্টারন্যাশনাল কমিটি অব ট্যুরিজম ফিল্ম ফেস্টিভ্যাল (cuffs) পরিচালক আলেক্সজান্ডার ভি কামমেলও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের 'বিউটিফুল বাংলাদেশ'র প্রশংসা করেন।

তিনি বলেন 'বিউটিফুল বাংলাদেশ' ভ্রমণপিপাসু বিশ্বনাগরিকদের ভ্রমণ পিপাসা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এতে আমার সন্দেহ নেই।

তিনি সেমিনারে উপস্থিত মুকুলকে আরো নতুন নতুন ফিল্ম তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ