ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

লন্ডন

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন, সম্পাদক আবুল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, সেপ্টেম্বর ৯, ২০১৫
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন, সম্পাদক আবুল

ঢাকা: উৎসব মুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন নাসির আহমদ শাহীন সভাপতি এবং আবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



স্থানীয় সময় মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শামসুজ্জামান জামান।

‌এতে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক।

অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

এছাড়া সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য আখতার হোসেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান, কাউন্সিলর ওহিদ আহমেদ, যুবদলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুবদলের সাবেক আহ্বায়ক নাসিম আহমেদ চৌধুরী আলোচনায় অংশ নেন। -বিজ্ঞপ্তি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ