ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

সহিংসতাবিরোধী সচেতনতার লক্ষ্যে লন্ডনে মিনা মেলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
সহিংসতাবিরোধী সচেতনতার লক্ষ্যে লন্ডনে মিনা মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: নারীর প্রতি সহিংসতাবিরোধী সচেতনতার লক্ষ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তৃতীয়বারের মতো মিনা মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ ডিসেম্বর) পূর্ব লন্ডনের দ্যা হোয়াইট হলে ট্রিবিউট প্রোডাকশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।



মেলায় বাঙালি কমিউনিটির বিভিন্ন পেশার মানুষ যোগ দেন। এতে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ নারীকে সুপারশপ মিনাবাজার-২০১৫ সম্মাননা দেওয়া হয়।

প্রবাসে নারীদের সু-প্রতিষ্ঠিত হতে মিনাবাজার উৎসাহ যোগাবে বলে জানান ট্রিবিউট প্রোডাকশনের কর্নধার ও মিনাবাজারের হাফসা ইসলাম।

মেলায় স্থানীয় বিশিষ্টজন সাজিয়া আফরুজ চৌধুরী, ব্যারিস্টার কাজী শাহেন শাহ, ব্যারিস্টার তাহমিনা কবির, মমতাজ খান, নুরুন আহমেদ, চায়না চৌধুরী, রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, শফিকুল ইসলাম ও মনির আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ