ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

লন্ডন

লন্ডন শহীদ মিনারে সমাবেশ

২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, মার্চ ২৬, ২০১৬
২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লন্ডন: ২৫ মার্চকে সরকারিভাবে গণহত্যা দিবস ঘোষণার দাবী জানিয়ে কালরাতের শহীদদের স্মরণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা।

শুক্রবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাত ৮টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর মিছিল শেষে সমাবেশে ২৫ মার্চকে এ আহবান জানানো হয়।



নির্মূল কমিটির নেত্রী নাজনীন সুলতানা শিখার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নারীনেত্রী হোসনা মতিন, আওয়ামী লীগ নেতা খসরুজ্জামান, নির্মূল কমিটির নেত্রী রুবি হক ও কবি মুজিবুল হক মনি প্রমুখ।

বক্তারা ২৫ মার্চ কালরাতসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ২৫ মার্চ রাতে ইতিহাসের নৃশংসতম গণহত্যা মানব জাতির কলঙ্ক। যতোদিন পৃথিবী টিকে থাকবে, এ গণহত্যার সঙ্গে জড়িত পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতি মানুষের ঘৃণা প্রদর্শন ততোদিন অব্যাহত থাকবে। ঘৃণা প্রদর্শনের এই বার্তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতেই ২৫ মার্চকে সরকারিভাবে গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান বক্তারা।

এদিকে শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ব্রিটেন প্রবাসীরা পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন একাত্তরের মহান শহীদদের। যুক্তরাজ্য আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলতাব আলী পার্কের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ