লন্ডন: বিশ্বের মুসলমান সম্প্রাদায়ের প্রতি পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
রোববার (০৫ জুন) ১০ ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, পবিত্র রমজান এমন একটি সময়/মাস, যে সময়ে মসজিদগুলো তাদের দরজা খুলে দেয়, কমিউনিটি সেন্টারগুলো প্রতিবেশীদের স্বাগত জানায়।
***আরও পড়ুন: সৌদি-আমিরাতসহ মধ্যপ্রাচ্যে সোমবার থেকে রোজা শুরু
দীর্ঘ গরমের এই দিনে রমজান মুসলমানদের ধর্ম বিশ্বাসের একটি পরীক্ষা স্বীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, এই মাসে রোজাদাররা নিজেদের ইবাদতের পাশাপাশি দানের হাত প্রসারিত করেন। অসহায়ের পাশে এসে দাঁড়ান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী তার রমজান শুভেচ্ছায় সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন কমিউনিটি ইভেন্টসগুলোতে আমরা এক সঙ্গে ইফতার করি। এতে একে অন্যের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে।
‘ব্রিটেনসহ সারাবিশ্বের জনগণের প্রতি রমজান মোবারক। রমজান হোক আনন্দের’।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
আইএ