ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লন্ডন

ভিয়েনায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
ভিয়েনায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন সভা বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম

ভিয়েনা (অষ্ট্রিয়া) থেকে: অস্ট্রিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ মার্চ) বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি গেইট হলে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।  

সভায় বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহী দাস সাহা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, লুৎফর রহমান সুজন, জহিরুল ইসলাম, জহিরুল হক প্রমুখ।

সভায় নজরুল ইসলাম বলেন, ৭ মার্চ আগুনঝরা দিন। ১৯৭১ সালের এইদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ইতিহাসের অনন্য ভাষণটি দেন। মাত্র উনিশ মিনিটের ওই ভাষণে তিনি গোটা বাঙালির প্রাণের সমস্ত আকুতি ঢেলে দিয়ে ছিলেন। তা ছিল, অধিকার-বঞ্চিত বাঙালির শত হাজার বছরের আশা-আকাঙ্ক্ষা। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ৭ মার্চ এক অত্যুজ্জ্বল মাইলফলক।  

সভায় হাফিজুর রহমান নাসিম বলেন, আমাদের জীবনে ৭ মার্চের গুরুত্ব অপরিসীম। এ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসর্কোস ময়দানে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ওই দিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ