হিন্দু পুরাণ মতে, মহানবমীর দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। নবমীকেই পূজার শেষ দিন হিসেবে ধরা হয়।
তবে অশুভ শক্তিকে বিনাশ করে যুদ্ধে জয়লাভের আনন্দও কম না। তাই এ বিজয়ায় পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলিঙ্গন বাঙালি পরম্পরার অবিচ্ছেদ্য অঙ্গ। সার্বজনীন শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ এদিনে ভক্ত-হৃদয়ে বেজে ওঠে বিষাদের সুর।
অস্ট্রেলিয়ার সিডনি শহরে মঙ্গলবার কয়েকটি মণ্ডপে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা হয়। বিশেষ করে ভক্তদের মলিন বদনের ছবি উঠে আসে ক্যানভাসে। এদিন আগমনী অস্ট্রেলিয়া ও শঙ্খনাদ সংগঠন দু’টির বিজয় দশমী আয়োজনের মাধ্যমে এ বছরের দুর্গোৎসবের পরিসমাপ্তি হয়। আর সেইসঙ্গে শুরু হয় এক বছরের অপেক্ষা- মা দুর্গাকে আবার ফিরে পাওয়ার।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরবি/