ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় অপহৃত এক বাংলাদেশির লাশ উদ্ধার

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, আগস্ট ১০, ২০১৪
মালয়েশিয়ায় অপহৃত এক বাংলাদেশির লাশ উদ্ধার

কুয়ালালামপুর: মালয়েশিয়ার কুয়ালালামপুরে অপহৃত দুই বাংলাদেশির একজনের লাশ উদ্ধার করেছে মালয়েশীয় পুলিশ।

কুয়ালালামপুরের উত্তর জেলা পুলিশ চিফ এসিপি ফারিদালা ওয়াহিদ জানান, ৩৯ বছর বয়সী এক বাংলাদেশির লাশ বুকিত গাম্বির এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের সময় মৃতদেহটি বস্ত্রহীন অবস্থায় পাওয়া যায়। এ সময় নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল বলেও জানান পুলিশ কর্মকর্তা।

শনিবার বেলা ২টার দিকে এক বাংলাদশি শ্রমিক (মজিবর রহমান) পুলিশের কাছে অভিযোগ করেন বেশকিছু মিয়ানমারের নাগরিক দুই বাংলাদেশি শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা ২ লাখ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) মুক্তিপণ দাবি করে।

মজিবর আরও জানান, গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তিনি নিজে মিয়ানমারের ওই অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

তবে এ ঘটনার সুনির্দিষ্ট কারণ এখন জানাতে পারেনি মালয়েশীয় পুলিশ। তবে তারা ঘটনার তদন্তে তৎপর রয়েছে বলেও দাবি করেছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ