ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া যাচ্ছেন মারিয়া কেরি

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৬, আগস্ট ১৭, ২০১৪
মালয়েশিয়া যাচ্ছেন মারিয়া কেরি অভিনেত্রী মারিয়া কেরি

মালয়েশিয়া: আসছে অক্টোবরে মালয়েশিয়ায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ গায়িকা ও অভিনেত্রী মারিয়া কেরি।

২২ অক্টোবর কুয়ালালামপুরে মারদেকা স্টেডিয়ামে গান পরিবেশন করবেন তিনি।

এর আগে ২০০৪ সালে মালয়েশিয়ায় আসেন তিনি।

কনসার্টটির আয়োজন করেছে দেশটির নামকরা  ইভেন্ট ম্যানেজমেন্ট আইএমমী।

আয়োজক প্রতিষ্ঠান আই এম মী এক মুখপাত্র বাংলানিউজকে বলেন, বিশ্বের নামী-দামী তারকাদের নিয়ে আমরা কনসার্টের আয়োজন করি। প্রবাসীদের চাওয়ার বিষয়টির ওপর খেয়াল রেখেই এবার মারিয়াকে নির্বাচন করা হয়েছে।

ইতোমধ্যে ভক্তরা কনসার্টের টিকেট অগ্রিম বুকিং দিতে শুরু করেছেন বলে জানান তিনি।

এদিকে মারিয়া কেরির মালয়েশিয়া আসার খবরটি প্রথম প্রকাশ করে দেশটির ইংরেজি দৈনিক স্টার পেপার। এরপরই তার ভক্তরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন।

সংশ্লিষ্টরা জানান, কনসার্টের টিকেটের দাম ধরা হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত ৬৪০ নম্বর সিটিং, ৫৮০ নম্বর সিটিং, ৩৮০ নম্বর সিটিং, ৩৮০ নম্বর সিটিং, ২৫০ নম্বর ফ্রি সিটিং এবং ১২০ ফ্রি সিটিং।

আগামী ১৮ অ‍াগস্ট অনলাইনে টিকেট বুকিং দেওয়া যাবে এই ওয়েবসাইটে www.ticketcharge.com.my

বিস্তারিত আই  এম মী ফেইসবুক www.facebook.com/imepmy//www.facebook.com/bdstudent.malaysia?ref=hl/ থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ