ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার ৫৭তম স্বাধীনতা দিবস উদযাপন

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪
মালয়েশিয়ার ৫৭তম স্বাধীনতা দিবস উদযাপন

কুয়ালালামপুর: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপন হলো দেশটির ৫৭তম স্বাধীনতা দিবস।

সকাল ৮টায় মারদেকা ময়দানে সশস্ত্র বাহিনীর এক বিশাল কুচকাওয়াজের মাধ্যমে শুরু হয় দেশের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।

এরপর মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ উড়োজাহাজ এমএইচ ৩৭০ এবং ইউক্রেনে বিধ্বস্ত এমএইচ১৭ এর  নিখোঁজ ও নিহত যাত্রীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।



পরে স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।



স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সামরিক বাহিনীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের সাথে সাধারণ জনগণকে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া স্থানীয় মারদেকা স্টেডিয়ামে আয়োজন করা হয় এক জমজমাট মেলার। এই মেলা চালু থাকবে সোমবার  রাত ১০টা পর্যন্ত।

রোববার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোমবার মালয়েশিয়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ