কুয়ালালামপুর (মালয়েশিয়া) : অনেক প্রতীক্ষার পর মালয়েশিয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে এলো আইফোন-৬।
শুক্রবার (৭ নভেম্বর) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয় আইফোন-৬ ।
রাতের বৃষ্টি ছাপিয়ে ভক্তরা জড়ো হন অনুষ্ঠানে। আয়োজন করা হয় বিভিন্ন শো। দেশের সেলিব্রেটিদেরও সমবেত হতে দেখা যায় সেখানে। পুরো অনুষ্ঠান ইউটিউব চ্যানেল-এর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।
৪.৭" বিশিষ্ট আইফোন-৬ এবং ৫.৫" বিশিষ্ট আইফোন-৬ প্লাস দুটি ফোনই একই সঙ্গে মালয়েশিয়ার বাজারে ছাড়া হয়েছে। বিভিন্ন মোবাইল সিম কোম্পানি ছাড়াও পাওয়া যাবে এপোল অনলাইনে এপোল স্টোর-এ।
১৬ গিগাবাইট আইফোন-৬ এর দাম ২ হাজার ৩৯৯ রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার টাকা। ৬৪ গিগাবাইটের দাম ২ হাজার ৭৯৯ রিঙ্গিত বা ৭০ হাজার টাকা এবং ১২৮ গিগাবাইট স্ট্রোরেজ সংবলিত আইফোন-৬ এর দাম ৭৯ হাজার টাকা ধার্য্য করা হয়েছে।
এছাড়া ১৬ গিগাবাইট আইফোন-৬ প্লাস-এর দাম ২ হাজার ৭৯৯ রিঙ্গিত বা ৭০ হাজার টাকা। ৬৪ গিগাবাইটের দাম ৩ হাজার ১৪৯ রিঙ্গিত বা ৭৯ হাজার এবং ১২৮ গিগাবাইট স্ট্রোরেজ সংবলিত আইফোন-৬ এর দাম ৯০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে।
শুক্রবারই এপোল-এর শোরুমগুলোতে দেখা গেছে গ্রাহকদের উপচে পড়া ভিড়। সবাই তাদের পছন্দের বহু প্রতীক্ষিত মোবাইলটি কিনতে ব্যস্ত।
বাংলাদেশ সময় : ০৭৫৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪